শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকায় বোমা হামলার ঘটনা ঘটেছে। এ সময় যুবলীগের স্থানীয় নেতা ইব্রাহিম ওরফে টাক ইব্রাহিম আহত হয়েছে বলে গুঞ্জন উঠেছে।
স্থানীয়রা জানায় শুক্রবার রাতে ইব্রাহিম নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকায় পৌছালে ওই এলাকার কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করে। এ সময় একটি বোমা বিস্ফোরিত হয়। এতে ইব্রাহিম জখম হয়। তাকে উদ্ধার করে অজ্ঞাত স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীরা জানায়।
যশোর পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক এ ব্যাপারে জানান ‘বোমা হামলার ঘটনা আমি শুনেছি।
যশোর কোতয়ালী থানার এসআই মাহমুদ সাংবাদিকদের বলেন,ঘটনাস্থল পরিদর্শণ করেছি। তবে বোমার কোনো আলামত উদ্ধার করা যায়নি।
Leave a Reply