রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০২:৪৩ অপরাহ্ন
ক্রীড়া রিপোর্টার: শুক্রবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে বিভাগীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ ফাইনাল ম্যাচে
চ্যাম্পিয়ন হয়েছে যশোর জেলা। রানার্সআপ হয়েছে কুষ্টিয়া জেলা।
টসে জিতে প্রথমে ব্যাটে নামার সিদ্ধান্ত নেন কুষ্টিয়ার অধিনায়ক রোহান। ৩৮.৪ ওভারে সব ইউকেটের মাত্র ৭৭ রান সংগ্রহ করে। এদিকে যশোর মাত্র ১ ইউকেটে ২৮.৪ ওভারে ৮২ রানে বিজয় নিশ্চিত করে। পরে
প্রধান অতিথি যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবিএম আক্তারুজ্জামান, সোহেল মাসুদ হাসান টিটো,খায়রুজ্জামান প্রমুখ।
Leave a Reply