রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার যশোর জিলা স্কুলের ১৮২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দু’পর্বে সভাপতিত্ব করেন যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক একেএম গোলাম আযম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত ও অতিরিক্ত জেলা প্রশাসক দেবপ্রসাদ পাল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি এলিজা শরমিন।
জেলা প্রশাসক আব্দুল আওয়াল প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক জামাল উদ্দিন ও সাজিদুর রহমান। পরে বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Leave a Reply