শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর সদররে কচুয়া ঘাটকুলপাড়ার এক কৃষকের লাশ তিনমাস পর কবরস্থান থেকে উত্তোলন করেন নির্বাহী ম্যাজিষ্ট্রের উপস্থিতিতে। পরে ওই লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। সে ওই গ্রামরে মৃত ছমির বিশ্বাসের ছেলে।
প্রতিবেশি ইকবাল জানান,জমিজমা নিয়ে কচুয়া গ্রামে আব্দুল আজিজের সাথে আব্দুস সাত্তারের বিরোধ ছলি। বরিোধরে জেরে গত ৭ অক্টোবর দুপুরে আজিজের দুই ছেলে জিহাদ ও জিসান বাঁশ দিয়ে পিটিয়ে জখম কর।ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি কর।ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘট।ে
এ ব্যাপারে থানায় মামলা করা হলে পুলিশ এজাহার হিসেবে রকেড না করলে নিহতের পরিবার আদালতে পিটিশন মামলা করে। আদালতের নির্দেশে গত ৬ ডিসেম্বর নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হয়। যার নাম্বর নম্বর ১৪।
বাদির আবেদনের পরেিপ্রক্ষিতে আদালত কৃষক আব্দুস সাত্তারের লাশ উত্তোলন করে পুনরায় ময়না তদন্তের নির্দেশে দেয়। এ নির্দেশে বুধবার বিকালে নিহতের কবরস্থান থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাইয়েব-উর-রহমান,হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুর রশিদ। এ ব্যাপারে ডা.আব্দুর রশিদ ও সিআইডির এসআই জামাল উদ্দিন সত্যতা স্বীকার করেন।
Leave a Reply