সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি সোহরাব হোসেনকে বেধড়ক মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। সে সাতক্ষীরা সদর উপজেলার হাড়গদহ গ্রামের বাসিন্দা। এ সময় কারাগারের কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
তার ভর্তি রেজিষ্টার-২৫৬১/১২১।
হাসপাতালের সার্জারী বিভাগের ডাক্তার ডাক্তার ওয়েদুজ্জামান আজাদ জানান,সোহরাব হোসেনের গলার ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তার ডান হাতের আঙ্গুলে কামড়ের চিহ্ন রয়েছে।
হাসপাতাল সূত্র জানায় কারাগারের ফাঁসির তিন আসামির মধ্যে বাগেরহাটের জাহিদুল ইসলাম থালা দিয়ে সোহরাব হোসেনের গলায় আঘাত করে। এতে সে গুরুতর জখম হয়েছে। হাসপাতালে যোগাযোগ করা হলে সোহরাব হোসেনকে অস্ত্রোপাচার করতে নেয়া হয়েছে বলে জানান।
Leave a Reply