রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে সাইফুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের বাড়িতে মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা নগদ টাকা, সোনার অলংকার, মোবাইল ফোনসহ সাড়ে ছয় লক্ষাধিক টাকার মালামালনিয়ে যায়।
এ ঘটনায় যশোর কোতয়ালী থানায় মামলা হয়েছে।
আল-আমিন জানান তার ভাই সাইফুল কনস্টেবল হিসেবে সাতক্ষীরা জেলা কর্মরত। মঙ্গলবার বাড়িতে ছোটভাই আল আমিন, বোন তাসনিম সুলতানা, চাচাতো বোন মিথি,ভাবি শিলা খাতুন বাড়ির দোতলার ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে তিনটার দিকে ৭-৮ জনের একদল ডাকাত গেটের কোলাপসিবল গেট এবং সিটকিনি ভেঙে ঘরে ঢোকে। বাড়ির সবাইকে বেঁধে হত্যার হুমকি দিয়ে আলমারির চাবি নেয় ডাকাতরা। এ সময় তারা নগদ টাকা,আট ভরি সোনার অলংকারসহ প্রায় তিন লাখ ২০ হাজার টাকার মালামাল লুট কওে নিয়ে সটকে পড়ে।
বাড়ির লোকেরা চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে।
যশের কোতয়ালী থানার পরিদর্শক সমীরকুমার সরকার জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
Leave a Reply