শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:২২ অপরাহ্ন
স্টাফ রিপোটার: যবিপ্রবি’র ভিসিসহ দুই শিক্ষককের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বুধবার দুপুরে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে শিক্ষক ও কর্মচারিদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বলা হয় নিজেদের স্বার্থ রক্ষায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থীতিশীল করতে ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে একটি পক্ষ মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে ভিসি ও দুই শিক্ষক নেতার বিরুদ্ধে মামলা করেছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। ভিসি প্রফেসর ড.আনোয়ার হোসেন পরে বিরাজমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান ও সার্বিক বিষয়ে অবহিত করতে সংবাদ সম্মেলন করে জানান। তিনি আরও বলেন কোন অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিনষ্টকারীদের ক্ষমা করা হবে না। এ ব্যাপারে ৩ সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং ৩০ জানুয়ারি প্রতিবেদন দেয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া অবিলম্বে শিক্ষক ও শিক্ষার্থীরা শেণি কক্ষে ফিরে যাবে বলে জানান ভিসি।
Leave a Reply