শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০২:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:যশোর ভ্রাম্যমাণ আদালত সদরের ভাতুড়িয়া গ্রামে অভিযান চালায়। এ সময় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। ওই কারখানা থেকে একটি দেশি পিস্তল,এক রাউন্ড গুলি,একটি গুলির খোসা ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ অস্ত্র তৈরির কারিগর কামরুল ইসলাম ও তার দুই সহযোগীকে আটক করেন।আটককৃতরা হচ্ছে যশোর সদরের ভাতুড়িয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে কামরুল ইসলাম, একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে আবুল বাসার ও কামরুল ইসলামের স্ত্রী রাবেয়া সুলতানা রানি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ জামশেদুল আলম বলেন,বুধবার দুপুর দুইটার দিকে চাঁচড়া ইউনিয়নের অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের উত্তরপাড়ার একটি একতলা বাড়ির একটি কক্ষ থেকে কামরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্দার করা হয়। কক্ষ তল্লাশী করে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম,এক রাউন্ড গুলি,একটি গুলির খোসা ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ম্যাজিস্ট্রেটরা জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল অনেক তথ্য বলেছে। তার জবানবন্দি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রেকর্ড করা হয়েছে। পরে কোতয়ালী থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হবে।এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই বদরুল হাসান,দপ্তরের কর্মী ও পুলিশ সদস্যরা।
Leave a Reply