শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০২:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে সাগর হোসেন (২৬) নামের এক যবিপ্রবির সেন্ট্রাল ক্যাফে ক্যান্টিনের শ্রমিক চুলা বার্স্ট হয়ে গুরুতর আহত হয়েছে। সে
চৌগাছার পাশাপোল ইউনিয়নের দুড়িয়ালি গ্রামের মহিতোষ বিশ্বাসের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
ক্যান্টিনের ইজারাদার কামাল জনান মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সাগর কেরোসিনের চুলায় পানি গরম করছিল। এ সময় চুলা বার্স্ট হয়ে আহত হয়। এ সময় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। ডাক্তার শফিউল্লাহ সবুজ বলেন সাগরের মুখ ও ডান হাত ঝলসে গেছে। ২৪ ঘণ্টা পার না হলে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
Leave a Reply