রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে বোমার স্প্রিন্টারে শিশুসহ চারজন আহত হয়েছে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। আহতরা হচ্ছে যশোর মণিরামপুর থানার ঝাপা গ্রামে লাল্টুর মেয়ে ফাতেমা (৭), স্ত্রী লাবনী (২২),আক্তারের ছেলে রাসেল (৬) ও তার স্ত্রী দিলারা (২২)।
আহতরা জানায় সোমবার বিকালে লাল্টুর বাড়ির উঠানে খেলা করছিল ফাতেমা ও রাসেল। এ সময় পাশেই লাবণী ও দিলারা বসে ছিল। ওই শিশুরা বালির মধ্যে দুটি লাল কৌটা পেয়ে তারা‘বল ভেবে’ ছুড়ে দেয়। বোমা দুটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত বোমার স্প্রিন্টারে তারা সকলে আহত হয়।
ডাক্তার আব্দুর রশিদ শিশু দুটির অবস্থা ভাল নয় বলে জানান।
মণিরামপুর থানার এসআই সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বোমা বিস্ফোরণে দুই শিশুসহ চারজন আহত হওয়ার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply