শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০২:৫৮ অপরাহ্ন
হাদিসের বাণী..
দুনিয়া হলো কাফিরদের জন্য বেহেস্ত খানা এবং মুমিনের জন্য জেল খানা।(আল হাদীস) ব্যাখ্যাঃ আলোচ্য হাদীসে মুমিনের দুনিয়ার জেন্দেগীকে জেল খানার সাথে তুলনা করা হয়েছে।
আর জেল খানারকোন মানুষ ইচ্ছা স্বাধীনভাবে চলতে পারেনা।যেখানে ইচছা যেতে পারেনা।যা ইচছা খেতে পারেনা; যা ইচ্ছা খেতে পারেনা,যে ভাবে ইচ্ছা ঘুমাতে পারেনা।ইচছা অনুযায়ী মনের কোন চাহিদা মিটাতে পারেনা,বরং সব কিছুই কর্তৃপক্ষের ইচছা অনুযায়ী করতে হয়।তদ্রুপভাবে,কোন মুমিন দুনিয়াতে তার ইচ্ছা অনুযায়ী চলতে পারেনা।বরং সব কিছুই আল্লাহ পাকের হুকুম ও রাসুলের তরীকা অনুযায়ী করতে হয়।এ জন্য মুমিনের দুনিয়ার জেন্দেগীকে জেলখানার সাথে উপমা দেওয়া হয়েছে।পক্ষন্তরে,কাফিররা যেহেতু আল্লাহ পাকের হুকুমের ধার ধারেনা বরং তারা তাদের খেয়াল খুশি মত জীবন যাপন করে,এজন্য কাফিরের দুনিয়ার যিন্দেগীকে বেহেস্তের সাথে উদাহরণ দেয়া হয়েছে।…মেসবাউর রহমান
Leave a Reply