শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগ এনে সোমবার যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বাদি হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.আনোয়ার হোসেনের নামে যশোরের একটি আদালতের মামলা করেন।
এছাড়া তিনি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ইকবাল কবির জাহিদ ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক নাজমুল হাসানের বিরুদ্ধে আরো একটি মামলা করেন।
মামলার আইনজীবী শাহানুর আলম শাহিন জানান,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালের ডেস্ক ক্যালেন্ডারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির ওপর নিজের নাম লিখে রাখেন ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন। আর চলতি বছরের ডেস্ক ক্যালেন্ডারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিদ্র করে উপস্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করায় ক্ষুব্ধ আনোয়ার হোসেন বিপুল যশোর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আক্রাম হোসেনের কাছে অভিযোগ দখিল করেন। এ অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.আনোয়ার হোসেন,শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ইকবাল কবির জাহিদসহ সংশ্লিষ্টদের আসামি করা হয়েছে।
তিনি আরো জানান,একই দিন যবিপ্রবি,র ক্যাম্পাস থেকে নৌকা সরিয়ে বিতর্কিত ব্যানার টানানো হয়। এ ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীদের এ আন্দোলন ভিন্নখাতে নিতে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের বিরুদ্ধে বিত্তিহীন বক্তব্য দেয়ায় একটি মানহানীর মামলা করা হয়েছে। আদালতে করা অভিযোগে মামলার আসমি করা হয়েছে শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল কবির জাহিদ ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক নাজমুল হাসানকে। বিচারক অভিযোগ দুইটি হণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।
পরে মামলার বাদী আনোয়ার হোসেন বিপুল প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে জানান,বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননা করছে।
Leave a Reply