শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর-খুলনা সড়কের রাজারহাট এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরধরে দু’পরিবারের সংঘর্ষে দুইজন আহত হয়েছে। এ সময় স্থানীয়রা তাদের যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতরা হচ্ছে একই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আব্দুস সামাদ বাবু (৩৫) ও মিনহাজ গাজীর ছেলে সোহানুর রহমান (১৯)।
আহত বাবু জানিয়েছেন, তাদের সাথে বাড়ির পাশের একটি জমি ভাগ করাকে কেন্দ্র করে তার চাচা মিনহাজ গাজীর বিরোধ চলে আসছিলো। রোববার দুপুর ১২ টার দিকে মিনহাজ গাজীর নেতৃত্বে সোহান, রাকিব, সাকিব, আল-আমিনসহ ছয় সাত জন দুর্বৃত্ত বাবুর বাড়িতে হামলাকরে তাকে কুপিয়ে জখম করে। সাড়ে ১০ টার দিকে বাবু পক্ষীয় লোকজন মিনহাজের ছেলে সোহানুর রহমানকে মারপিট করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
Leave a Reply