রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা অবশেষে ক্লাশে ফিরলো। তবে তাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন ভিসি প্রফেসর ড.আনোয়ার হোসেন।
রোববার সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠকে তিনি তাদের যৌক্তিক দাবি মেনে নেন।
বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিন বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সকাল সাড়ে দশটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ভিসি ড. আনোয়ার হোসেন কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর মিজানুর রহমান,ছাত্র উপদেষ্টা প্রফেসর মীর মশাররফ হোসেন, রেজিস্টার ইঞ্জিনিয়ার আহসান হাবিব,যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান প্রমুখ।
শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিন বলেন, ‘ভিসি স্যার আমাদের সব কথা শুনেছেন এবং আমাদের দাবির যৌক্তিক উলে¬খ করে তা বাস্তবায়নের আশ্বস্ত করেছেন। এ কারণে আমরা আন্দোলন আপাতত স্থগিত করছি। ফলে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় ফিরেছে।
Leave a Reply