শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন
আরএম রিপোন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নৌকা অপসারণ করার ঘটনা এবং ছাত্রলীগ নেতাদের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। ফরে
উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস জুড়ে। এ সময় অভিযুক্ত শিক্ষককে বহিস্কার,শিক্ষার্থীদের অপমান করে টানানো পোস্টার অপসারণ,ওরিয়েন্টেশন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে নিশ্চিত করা,বর্ধিত রিটেক ফি কমানো এবং লাইব্রেরি থেকে বই নিয়ে অনন্ত সাত দিন রাখার সুযোগের দাবি করে।
কনিবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব নির্ধারতি কর্মসূচি অংশ হিসেবে যবিপ্রবি,র বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জোড় হয়ে বিক্ষোভ মিছিল করে। ক্যাম্পাসের পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়। যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান,ক্যাম্পাসের পরিস্থিতি এখন শান্ত।
শিক্ষার্থীরা জানান,পরিকল্পিত ভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করতে একটি চক্র জড়িত।শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে ক্যাম্পাসে র্যাগিং বিরোধী পোস্টার টানানো হয়েছে। অথচ যবিপ্রবির ইতিহাসে কোনদিন র্যাগিংয়ের ঘটনা ঘটেনি।
বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল শাখার সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিন বলেন,দাবি আদায় হওয়া না পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।
উল্লেখ্য: যবিপ্রবি,র ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা একটি নৌকা প্রতীক টানায়। গত সোমবার ওই নৌকা প্রতীক সরিয়ে ফেলেন সহকারী অধ্যাপক ইকবাল কবির জাহিদ। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পাশাপাশি গত বুধবার ক্যাম্পাসে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে। এবং তার বহিষ্কার দাবি তোরে। পরে অভিযুক্ত শিক্ষক ছ্ত্রালীগের নেতাদের নিয়ে কটুক্তি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার আগের দাবির সাথে আরো পাঁচটি যুক্ত করে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
Leave a Reply