শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০২:৩৫ পূর্বাহ্ন
হিরোক শেখ: যশোরে শফিকুল ইসলাম (৪৯) নামে এক দোকান্দারকে ব্যাপক মারপিট করে দোকান মালিক। এ সময় তার কাছ থেকে একলাখ সাড়ে ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় শফিকুল ইসলামের স্ত্রী পারভীনা বাদি হয়ে স্বামী স্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় মামলা করেছে।
আসামীরা হচ্ছে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড হাসপাতাল এলাকার আবু তাহের ওরফে শাবুর ছেলে জুয়েল,আবু তাহের ওরফে শাবু ও তার স্ত্রী মমতাজ বেগম।
মামলায় উল্লখ করা হয়েছে তার স্বামী বিগত ২০০৪ সালে আবু তাহের শাবুর স্ত্রী মমতাজ মার্কেট থেকে একটি দোকান পজিশন নেয়। চুক্তি মোতাবেক মাসের ভাড়া নিয়মিত দিয়ে আসছে। তার পরও মমতাজসহ তার পরিবার দোকান ছেড়ে দেওয়ার কথা বলে। এ নিয়ে বুধবার রাতে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায় তারা ধারালো অস্ত্র দিয়ে ব্যাপক মারপিট করে। েএ সময় পকেট থাকা নগদ একলাখ সাড়ে ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।
Leave a Reply