শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর শার্শা থানা পুলিশ পৃথক অভিযান চালায়। এ সময় ওয়ান শুটারগান,গুলি ও হেরোইনসহ দুই জনকে আটক করেছে।আটককৃতরা হচ্ছে শার্শার টেংরা গ্রামের বাসিন্দা।
বুধবার রাতে রামপুর বাজারে পুলিশ গোপন সংবাদেও ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়। এ সময় আসাদুল সরদার অসিমকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। একই বাজার থেকে ২০০ গ্রাম হেরোইনসহ নাঈমকে আটক করে।
থানার ওসি এম মশিউর রহমান জানান,অসিম ও নাঈমের বাড়ি টেংরা গ্রামে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
Leave a Reply