বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নৌকা প্রতীক নামিয়ে দেয় সহকারী অধ্যাপক ইকবাল কবির জাহিদ। এ ঘটনায় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসে সহকারী অধ্যাপক ইকবাল কবির জাহিদের বহিষ্কারের দাবি এক বিক্ষোভ মিছিল করে। এ সময় আগামী শনিবারের মধ্যে তাদের দাবি না মানা হলে রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে আল্টিমেটাম দেয়।
বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিন বলেন, খুব পরিকল্পিত ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমান করতেই ক্যাম্পাস থেকে নৌকা অপসারণ করা হয়েছে। বিষয়টা নিয়ে ছাত্রলীগ নেতাসহ সাধারণ শিক্ষার্থীরা প্রক্টর ড.মিজানুর রহমানের সাথে কথা বলতে গেলে সেখানেও আমাদের অপমান করা হয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
তিনি আরও জানান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রলীগ একটি নৌকা প্রতীক টানানো হয় কিন্তু গত সোমবার হঠাৎ করেই সেটিকে সরিয়ে ফেলেন সহকারী অধ্যাপক ইকবাল কবির জাহিদ। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
Leave a Reply