সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৫ অপরাহ্ন
রিপোন হোসেন: যশোরের একটি আদালত হেরোইন রাখায় অপরাধে মনিরুল ইসলাম মিঠু নামে একজনকে দুই বছরের দন্ড প্রাদান করেছে। সে যশোর অভয়নগরের বুইকারা গ্রামে মুনসুর বিশ্বাসের ছেলে। সোমবার
যশোরের অতিরিক্ত জেলা জজ আয়শা নাসরীন আদেশ দেন।
আদালত সূত্র জানায় হেরোইন রাখায় অপরাধে মিঠুকে যশোরের অতিরিক্ত জেলা জজ আয়শা নাসরীন দু’বছরের সশ্রম কারাদন্ড,দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এ মামরায় রুহিদাস মল্লিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়। সে একই উপজেলার সুন্দলী গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য:২০০৮ সালের ২০ সেপ্টেম্বর রাতে অভয়নগর থানার পুলিশ মিঠুর বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে ও রুহিদাস মল্লিককে আটক করে। এ সময় পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করে।এ ঘটনায় এসআই সিদ্দিকুর রহমান বাদি হয়ে মামলা করেন।
Leave a Reply