সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:০৬ অপরাহ্ন
হারুন-অর-রশিদ : যশোর ভ্রাম্যমান আদালত শহরে পৃথক অভিযান চালায়। এসময় দুটি প্রতিষ্ঠানে জরিমানা করে তা আদায় করেন। প্রতিষ্ঠান দুটি হচ্ছে যশোর শহরের দড়াটানা এলাকার অসীম ডায়াগনিষ্টিক সেন্টার ও সেন্ট্রাল হসপিটাল।
সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী নাজিব হাসান যশোর শহরের দড়াটানা এলাকার অসীম ডায়াগনিষ্টিক সেন্টারে অভিযান চালান। এসময় বাথরুমে মেয়াদ উত্তীর্ণ ৫ ব্যাগ রক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ওই প্রতিষ্ঠানের এক লাখ টাকা জরিমানা করেন পরে তা আদায় করেন।
অপরদিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জামসেদুল আলম সেন্ট্রাল হসপিটালে অভিযান চালান। এসময় ওই হাসপাতালের ছাদে পোল্ট্রী খামার ও অদক্ষ নার্স দ্বারা প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
এই সময় পেশকার আলমগীর হোসেন ও কোতয়ালী থানা পুলিশ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত যদি প্রতিনিয়ত এ অভিযান অব্যাহত রাখে তাহলে শহরের স্বাস্থ্য সেবা শতভাগ পূর্ণ হতে পারে। ফলে এ অভিযান অব্যহত রাখার জোর দাবী জানান শহরবাসী।
Leave a Reply