শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:৫৮ পূর্বাহ্ন
যশোর –
যশোরে মোটর পার্টস ব্যবসায়ী মাহিদুল ইসলাম সাফা হত্যা কান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাকু উদ্ধার করে। আটককৃতরা হচ্ছে যশোর শহরের শংকরপুরের ছোটনের মোড় এলাকার আকরাম মোল্যার ছেলে রানা মোল্যা ওই এলাকার লিটন বাবুর ছেলে রাকিব।
রবিবার রাতে শহরের শংকরপুরের ছোটনের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি তারা লাখ টাকার চুক্তিতে ব্যবসায়ী সাফাকে গলা কেটে হত্যা করে। সোমবার দুপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আরও জানানো হয়েছে গত ১ জানুয়ারি সন্ধ্যা রাতে যশোর শহরের ঈদগাহ মোড়ের একটি দোকানে মাহিদুল ইসলাম সাফা বসেছিল। এ সময় সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে তার গলা কেটে হত্যা করে।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রোববার রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় একটি চাকু উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে তারা সাফা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
সাফাকে হত্যা কান্ডের মুল হোতাদের সাথে অটককৃতদের দু’লাখ টাকার চুক্তি হয়। এ হত্যা কান্ডের মুল হোতদের পরিচয় তদন্তের স্বার্থে পুলিশ গোপন রেখেছে।
Leave a Reply