সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯, ১১:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং খুলনা ও বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুর রহমান। এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আবু সাঈদ আল-মাহমুদ স্বপন, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন, যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সেক্রেটারি শাহীন চাকলাদার প্রমুখ।
এদিকে যশোর পৌর কমিউনিটি সেন্টারে পৌর ও সদর উপজেলার কমিটি গঠনের জন্য কাউন্সিলরা ভোটের মাধ্যম্যে নেতা নির্বাচন করেন কাউন্সিলরা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে মোহিত কুমার নাথ ও সাধারন সম্পাদক শাহরুল ইসলাম এবং শহর আওয়ামী লীগের সভাপতি পদে আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক পদে এস এম মাহমুদ হাসান বিপু নির্বাচিত হয়েছে।
Leave a Reply